শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র-পুলিশ সংঘর্ষে ইসলামপুরে দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণের মৃত্যুর ঘটনায় রাজ‍্য জুড়ে আজ, শনিবার বাম ছাত্র সংগঠন ছাত্র ধর্মঘটের ডাক দেয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ইসলামপুরের ঘটনার জেরে বাম ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়।

শনিবার সকাল থেকে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ, মাইকেল মধুসূদন কলেজে বাম ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই ছাত্র ধর্মঘটের সমর্থনে পিকেটিং করে। এবং প্রতিবাদ জানাতে এসএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৈনাক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বাম ছাত্র সংগঠনের কর্মীরা এদিন আচমকাই পথ অবরোধ করার কর্মসূচি নেয়। দুর্গাপুর নগর নিগমের সামনের ব্যস্ততম রাস্তা অবরোধ করতে গেলে এদিন পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় বাম ছাত্র সংগঠনের সদস্যদের। এরপরেই পুলিশ অবরোধ তুলতে বাম ছাত্র নেতা মৈনাক চট্টোপাধ্যায় সহ ছাত্র সংগঠনের সদস্যদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাদের মুক্তি দেয় বলে জানা গেছে। বাম ছাত্র নেতা মৈনাক চট্টোপাধ্যায় এদিন তাঁদের আন্দোলনের সফলতার দাবি করেন। এদিন আসানসোলের বিএনআর মোড়েও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়।

Like Us On Facebook