দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা সুরজিৎ মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুরের মিশন হাসপাতালে মঙ্গলবার দুপুরে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুর্গাপুরের অন‍্যতম শ্রমিক নেতা ছিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। ছাত্র নেতা হিসেবে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন।

দুর্গাপুরের বিশিষ্ট শ্রমিক নেতা আনন্দ গোপাল মুখোপাধ্যায় ও লাবণ‍্য মুখোপাধ্যায়ের সময় তাঁর রাজনৈতিক জীবনের উত্থান ঘটে। সুরজিৎ মুখোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। অবিভক্ত বর্ধমান জেলার কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন একসময়। তাঁর অকাল মৃত্যুতে দুর্গাপুরের কংগ্রেস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার তাঁর মেয়ে ব‍্যাঙ্গালোর থেকে ফিরলে সুরজিৎবাবুর মরদেহ প্রান্তিকা কংগ্রেস কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে আনা হবে বলে জানা গেছে। এরপরেই তাঁর নশ্বর দেহের শেষকৃত্য সম্পন্ন হবে বলে কংগ্রেস কার্যলয় সূত্রে জানা গেছে।

Like Us On Facebook