দুর্গাপুরে মিনিবাস ও অটোর রুট নিয়ে ঝামেলা মেটাতে উদ্যোগী হল দুর্গাপুর মহকুমা প্রশাসন। দুর্গাপুরের বিভিন্ন রুটে মিনিবাস-অটোর রুট নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এর সঙ্গে টোটো ও পুলকার নিয়ে নানা সমস্যা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহকুমা প্রশাসনের। প্রত্যেক দিন বিভিন্ন অভিযোগের পাশাপাশি হঠাৎ করে মিনিবাস ও অটো বন্ধ করে যাত্রীদের দুর্ভোগে ফেলছে মিনিবাস ও অটো কর্মীরা।

shankha-santraশুক্রবার মিনিবাস, অটো, টোটো ও পুলকার কর্মী ও মালিকদের মহকুমা কার্যালয়ে ডেকে তাঁদের সর্তক করে দিয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানিয়ে দেন তাঁরা যেন সরকারি নিয়ম বিধি মেনে নিজের নিজের রুটে গাড়ি চালান। আলোচনার মাধ্যমে তাঁদের যাবতীয় সমস্যার সমাধানেরও আশ্বাস দেন মহকুমাশাসক। এছাড়াও তিনি তাঁদের জানান যদি রেশারেশির ফলে যদি কেন মৃত্যুর ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রশাসন ৩০২ ধারায় মামলা রুজু করবে। মিনিবাস-অটোর মালিক ও কর্মীদের পাশাপাশি টোটো ও পুলকার মালিকদেরও নির্দিষ্ট রেট চার্ট অনিযায়ী নিজ নিজ এলাকায় যাত্রী পরিষেবা দেবার পরামর্শ দেন মহকুমাশাসক। রুটে চলা কালীন রিজার্ভ নেওয়া যাবে না – টোটো মালিকদের সে বিষয়েও পরিষ্কার জানিয়ে দেন। দোষী প্রমাণিত হলে টোটোর রুটও বাতিল করা হতে পারে বলে জানিয়ে দেন মহকুমাশাসক।

দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন,”আজ মিনিবাস, অটো, টোটো ও পুলকার কর্মী ও মালিকদের ডাকা হয়েছিল মহকুমা কার্যালয়ে। সরকারি নিয়ম বিধি মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নিয়ম ভাঙলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত সমস্যার সমাধান করা হবে আলোচনার মাধ্যমে কিন্তু কোনভাবেই যাত্রীদের দুর্ভোগে ফেলার জন্য বন্‌ধ বরদাস্ত করা হবে না।”