ফাইল চিত্র

পূর্ব বর্ধমান জেলাকে তামাক বর্জিত জেলা ঘোষণার লক্ষে এবার জেলার সমস্ত স্কুল এবং স্কুল সংলগ্ন ২০০ মিটারের মধ্যে তামাক জাতীয় জিনিস কেনা-বেচা বা সেবন নিষিদ্ধ করা হল। নিষেধাজ্ঞা অমান্য করা হলে জরিমানা সহ আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে প্রত্যেক স্কুলে পোস্টার লাগানোর উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

গত জানুয়ারি মাসে এক বৈঠকে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ১৫ আগস্টের মধ্যে পূর্ব বর্ধমান জেলাকে তামাকহীন জেলা ঘোষণা করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন। এই বিষয়ে দেখভালের জন্য সেই বৈঠকে জেলা, মহকুমা ও ব্লকস্তরে বিভিন্ন কমিটি গঠন করা হয়। জেলাকে তামাক বর্জিত জেলা ঘোষণার লক্ষে জেলার সমস্ত স্কুল ও সংলগ্ন এলাকাকে তামাক বর্জিত এলাকা ঘোষণা করা হল। স্কুল চত্বর ও স্কুলের ২০০ মিটারের মধ্যে তামাক জাতীয় দ্রব্য কেনা-বেচা ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। জানা গেছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্কুলের প্রধানরা উপযুক্ত ব্যবস্থা নেবেন। স্কুলে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। স্কুলে ও স্কুল সংলগ্ন এলাকায় তামাক বর্জন ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়দুটিতে সচেতনতা তৈরি করতে স্কুলে স্কুলে পোস্টার দেওয়া হচ্ছে।

Like Us On Facebook

 




===========