দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে সরকারি বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এই খবরে শিল্পাঞ্চলের সাধারণ মানুষ খুশি। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হতে চলেছে। শিল্পাঞ্চলের যে সমস্ত রুটে পর্যাপ্ত বেসরকারী বাস, মিনিবাস, অটো, টোটো চলে না সেই সব রুটের সঙ্গে অন্য রুটেও টাউন সার্ভিস হিসেবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালু হবার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ সূত্রে জানা যায় JNNURM প্রকল্পের বাসগুলি রাজ্য সরকার শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকাতে চালাতে চায়। শিল্পাঞ্চলের সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই ধরণের সিদ্ধান্ত। ৭০ টি মিনিবাস এবং ২০ টি বড় বাস চালু হবার সম্ভাবনা রয়েছে।