অন্যান্য দিনের থেকে আজ রবিবারের সকালটা একটু অন্য রকম হল দুর্গাপুরের মারোয়াড়ি সমাজের কচিকাঁচাদের। কেউ গাছের পাতার পোষাক পড়ে আবার কেউ কেউ হরেক রকম আঁকি-বুকিতে ভরিয়ে তুলল সাদা ক্যানভাস। উদ্দেশ্য একটাই সবুজ বাঁচাও। প্রাণ বাঁচাও। দুর্গাপুরের দূষণ রোধে ও সবুজায়নের লক্ষ্যে এবার কচিকাঁচাদের অভিনব সাজে বেনাচিতির লক্ষ্মী নারায়ণ মন্দিরে এক অনুষ্ঠান করল দুর্গাপুরের মারোয়াড়ি যুব মঞ্চের সদস্যরা। এদিন কচিকাঁচাদের নিয়ে অরণ্য বাঁচাও বার্তা নিয়ে এক মিছিলও বের হয় বেনাচিতির নাচন রোডে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের উৎসাহ দিতে বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করে মারোয়াড়ি যুব সংঘের সদস্যরা।

Like Us On Facebook