শুধুমাত্র দু’চাকা নয়, এবার থেকে চার চাকার গাড়িতেও দুর্ঘটনা রোধে পুলিশ কড়া নজরদারি চালাবে। বাইকের হেলমেটের মত চারচাকা যানেও সিট বেল্ট বাঁধা বাধ‍্যতামূলক হচ্ছে দুর্গাপুরে। গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

রবিবার দুর্গাপুরের ওল্ড কোর্টে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির উদ‍্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন দুর্গাপুরের এসিপি বিমল কুমার মন্ডল। বিমলবাবু বলেন দুর্ঘটনা রোধ করাই রাজ‍্য সরকারের মূল উদ্দেশ্য। স্বাভাবিক ভাবেই বাইক চালানোর সময় হেলমেট যেমন সকলকেই পরতে হবে তেমনই চার চাকার গাড়িতে সিট বেল্ট বাঁধা বাধ‍্যতামূলক। এদিন ফরিদপুর ফাঁড়ির উদ‍্যোগে পঞ্চাশ জন বাইক আরোহীকে হেলমেট মাথায় পরিয়ে দেন পুলিশের এসিপি বিমল কুমার মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিনের সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে যোগ দেন সিআই চন্দ্রনাথ চক্রবর্তী সহ ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারি, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়, সমস্ত পুলিশ কর্মী সহ দুর্গাপুরের বিশিষ্ট জনেরা।


Like Us On Facebook