আমন চাষে সেচের জল নিয়ে ভয়াবহ সঙ্কট চলছে পূর্ব বর্ধমান জেলা জুড়েই। চাষ বাঁচাতে জেলা প্রশাসন একাধিক উদ্যোগও নিয়েছেন। কিন্তু তাতেও চাষীদের দুশ্চিন্তা দূর হচ্ছে না। খণ্ডঘোষ ব্লকের কিছু চাষের জমিতেও জলের অভাবে ধান নষ্ট হয়ে যাচ্ছে বলে খবর পেয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়াও।

বৃহস্পতিবার ছিল ছুটির দিন। তাই কিছু কৃষকের সঙ্গে সাইকেলে বিভিন্ন মৌজার কিছু চাষ জমি ঘুরে দেখলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। তিনি বলেন, ‘জলের সঙ্কটে চাষের ক্ষতি হচ্ছে বলে শুনছিলাম। তাই মাঠেমাঠে ঘুরে ক্ষতির প্রকৃত চিত্র দেখতে বেরিয়েছি। লোধনা, উখরিদ, খণ্ডঘোষের ৭-৮ টা মৌজায় চাষের জমির আবস্থা ঘুরে দেখলাম। সাবমার্সিবল, পাম্প, পুকুর থেকে যতটা সম্ভব জলের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী চাষীদের উন্নতির চেষ্টা করছেন। আমিও চাষীদের সঙ্গে থেকে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করছি।’



Like Us On Facebook