পথ দুর্ঘটনা রোধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট দুর্গাপুরে গাড়ির গতি মাপতে গতি মাপক যন্ত্র চালু করে দিল। পুলিশ সূত্রে খবর রাস্তায় গাড়ির বেপরোয়া গতি থাকলে এবার পুলিশ গতি মাপক যন্ত্রের সাহায্যে বেপরোয়া গাড়ির গতি পরিমাপ করে সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে। বেপরোয়া গাড়ির চালকরা নিয়ম ভঙ্গ করলে এবার আর্থিক জরিমানা সহ গাড়ির চালকের লাইসেন্স কয়েক মাসের জন্য সিজ করে দিতে পারে পুলিশ বলে জানা গেছে ।

১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পথ নিরাপত্তা সপ্তাহ সূচনার প্রথম দিনে দুর্গাপুরের গান্ধী মোড়ে দুর্গাপুরের ট্রাফিক পুলিশ এদিন লেজার স্পিড গান নিয়ে পথে নামেন। পথ চলতি মানুষকে সচেতন করতে পুলিশ স্পিড গানের ইতিকথা থেকে গাড়ি চালানোর সময় হেলমেট পরা ও গাড়িতে সিট বেল্ট পরার পরামর্শ দেয়। মানুষকে সচেতন করতে ও পথ দুর্ঘটনা কমাতে পথ নিরাপত্তা সপ্তাহে দুর্গাপুরে এক প্রদর্শনীর আয়োজন করেছে ট্রাফিক পুলিশ। জানা গেছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করতে ট্রাফিক পুলিশ একগুচ্ছ কর্মসূচি নিয়েছে দুর্গাপুরে। স্বাস্থ্য পরীক্ষা শিবির, কম্বল দান সহ পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে হেলমেট বিতরণ করবে ট্রাফিক পুলিশ।

এদিন কাঁকসায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করতে ট্রাফিক পুলিশ রামকৃষ্ণ মিশন সেবা শ্রমের সঙ্গে যৌথভাবে ছাত্র ছাত্রীদের নিয়ে পথ চলতি মানুষ কে সচেতন করতে পথে নামে। রাজবাঁধের টোল প্লাজায় হ‍্যান্ডবিলও বিতরন করে পুলিশ।



Like Us On Facebook