ছোট্ট শিশুপুত্রকে সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিতে আগের দিন শ্বশুরবাড়ি থেকে মোটরবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ছোট্ট শিশু তরঙ্গ সরকারের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা সুনন্দা সরকার।

মৃত শিশু তরঙ্গ সরকারের ঠাকুমা পুষ্পরানি সরকার জানিয়েছেন, সোমবার বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই পুজোতেই ছোট্ট তরঙ্গের হাতি খড়ি দেবার আয়োজনও করা হয়ে গিয়েছিল। তাই রবিবার তরঙ্গের বাবা মনোজ সরকার হুগলির গোঘাট থানার বালিবেলে গ্রাম থেকে নিজের বাইক নিয়ে শ্বশুরবাড়ি মন্তেশ্বর থানার শুশুনিয়ায় যান স্ত্রী সুনন্দা ও ছেলে তরঙ্গকে নিয়ে আসতে। ফেরার পথে বর্ধমানের বাকুঁড়া মোড়ের কাছে পিছন থেকে একটি ট্রাক বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হন সুনন্দাদেবী এবং ছোট্ট শিশু তরঙ্গ। স্থানীয় বাসিন্দারা ৩ জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তরঙ্গকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় সুনন্দাদেবীকে কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর মনোজবাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুষ্পদেবী জানিয়েছেন, সুনন্দাদেবীর প্রথম সন্তান নষ্ট হওয়ার পর এই শিশুপুত্রকে নিয়ে অনেক আশা দেখেছিলেন। এই দুর্ঘটনার পর গোটা পরিবার তীব্র শোকে ভেঙে পড়েছেন।

Like Us On Facebook