পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কয়লা খনি কর্মীদের সংগঠনের পক্ষ থেকে বুধবার আসানসোলের সেন্ট্রাল মাইন প্ল্যানিং ও ডিজাইন ইনস্টিটিউটের সামনে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক জে এন ঘোষ বলেন, ‘আমাদের এক গুচ্ছ দাবি রয়েছে। সারা দেশে খনি শ্রমিকদের ক্ষেত্রে ২০০০ সালে পাশ হওয়া পেনশন স্কীম চালু, প্রত্যেক ডিভিশনে কয়লা দপ্তরের একটি করে হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করতে হবে এবং সেখানে অবসরপ্রাপ্তদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সব কারণেই আমরা খনি শ্রমিকদের ডাকা ১৯-২১ জুন ধর্মঘটকে সমর্থন জানাচ্ছি। এছাড়াও কোল ইন্ডিয়া ক্যাশলেস ব্যবস্থা চালু করলেও ইসিএল এখনও এই সুবিধা চালু করতে পারে নি। এই বিষয়ে আমরা দিশেরগড়ে অবস্থান বিক্ষোভে বসব। সর্বোপরি কর্মরত শ্রমিকদের জীবন সুরক্ষার দিকটি নিশ্চিত করতে হবে।’ এই বিক্ষোভ আন্দোলনে সমস্ত ট্রেড ইউনিয়নগুলির সমর্থন আছে বলে দাবি করেন আইএনটিইউসি নেতা চণ্ডী ব্যানার্জী।

Like Us On Facebook