দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিশ্রামাগার (ফাইল চিত্র)

বকেয়া অর্থ জমা না দেওয়ায়় বন্ধ হয়ে গেল দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিশ্রামাগারটি। বিশ্রামাগারটি চালানোর জন্য বরাত দেওয়া হয়েছিল রামশোভা পাশোয়ান ‌নামের বিধান নগরের এক ব্যক্তিকে। মাসিক ১০,০০০ টাকা হিসাবে ওই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে বকেয়া অর্থ বাবদ মোট ২৪ হাজার টাকা জমা না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশ্রামাগারটি বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে হাসপাতালে আসা রোগীদের আত্মীয়রা চরম বিপাকে পড়েছেন। তাঁরা এখন আশ্রয় নিচ্ছেন হাসপাতালের বিভিন্ন স্থানে। এতদিন রোগীর আত্মীয়রা বিশ্রাম নিতেন এই বিশ্রামাগারে। তাছাড়া হাসপাতাল সংলগ্ন সুলভ শৌচালয়টিও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষকে বকেয়া অর্থ দিতে না পারার কথা স্বীকার করেছেন বিশ্রামাগারটি চালানোর জন্য বরাত পাওয়া রামশোভা পাশোয়ান। ২০১৫ সালে তদানীন্তন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক অপূর্ব মুখার্জীর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় হাসপাতালে আসা রোগিদের পরিবারবর্গের বিশ্রামের জন্য নির্মিত হয় এই বিশ্রামাগারটি। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরানো বরাত বাতিল করে নতুন বরাত আহ্বান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, খুব শীঘ্রই বিশ্রামাগারটি পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।

বন্ধ সুলভ শৌচালয়
Like Us On Facebook