কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গী হামলার প্রতিবাদে শুক্রবার সারা দেশের সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিল্পাঞ্চলের মানুষ। শুক্রবার সকালে দুর্গাপুর আদালতের আইনজীবীরা আদালত চত্ত্বরে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যরা বণিকসভার কার্যালয়ে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দুর্গাপুর ফরিদপুর থানার সিভিক ভলান্টিয়াররা শুক্রবার সকালে ফরিদপুর থানা থেকে নীরবতা পালন করে এক বিশাল মৌন মিছিল বের করেন।পানাগড়, বুদবুদ অন্ডালেও এদিন বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় মানুষ। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা কলেজের সামনে মোমবাতি প্রজ্বলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সন্ধ্যায় দুর্গাপুরের জাংশন মলের সামনে দুর্গাপুরের মানুষ বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করে মোমবাতি প্রজ্বলন করেন।

শুক্রবার সন্ধ্যায় শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য মামরা বাজার এলাকায় মোমবাতি মিছিল করে বিজেপির দুর্গাপুর এনটিএস মন্ডল। মিছিলের শেষে শহীদ সেনাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। প্রচুর কর্মী ও সাধারণ মানুষ এই মিছিলে যোগ দেন।

দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের জাতীয় সড়কে ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাত দশটা নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও জঙ্গী নেতাদের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং ভারতের বীর শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।







Like Us On Facebook