মহা সমারোহে দুর্গাপুর ইস্পাত নগরীতে রথযাত্রা উৎসব উৎযাপন করা হল রবিবার। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রথ বের হলেও দুর্গাপুরের মূল রথযাত্রার আকর্ষন রথযাত্রা ফেস্টিভ্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির রথকে ঘিরেই। ৩৫ বছরে পদার্পণ করল এই রথের মেলা। রাজেন্দ্রনাথ এভিনিউর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মন্দির থেকে রথ বের হয় রবিবার বিকেলে। ভক্তরা সেই রথের দড়ি টেনে আনেন রাজীব গান্ধি মেলা ময়দানে। সাতদিন এখানেই মেলা বসে এবং প্রচুর জনসমাগম হয়। উল্টো রথে ফের জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে রাজেন্দ্রনাথ এভিনিউর জগন্নাথ মন্দিরে ভক্তরা রথ টেনে নিয়ে যান। রথের দড়িতে টান দিতে প্রচুর ভক্তের সমাগম হয় দুর্গাপুরের ইসকনের রথেও।

Like Us On Facebook