অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা উপলক্ষ্যে বর্ধমানে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়। বর্ধমানের স্পন্দন মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে শেষ হয় টাউনহলে। এই প্রথম দেশের মাটিতে বিশ্ব ফুটবলের আসর বসেছে। গোটা জেলা ও গোটা রাজ্যে ফুটবলের প্রসারে ফুটবল নিয়ে পদযাত্রা হল শহর বর্ধমানে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার কুণাল আগরওয়াল, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, খেলোয়াড় ও স্কুল পড়ুয়ারা পা মেলান এই পদযাত্রায়।

অন্যদিকে, আসানসোলে যুব বিশ্বকাপে ভারতীয় দলের শুভ কামনায় ও যুব বিশ্বকাপের সাফল্যের লক্ষ্যে আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান প্রজন্মদের নিয়ে আসানসোলের আশ্রম মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জীতেন্দ্র তেওয়ারী ও পুলিশ সুপার এল এন মীনা সহ আরও অনেকে৷ এদিনের শোভাযাত্রার সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্বকাপের লোগো সম্বলিত ফ্লাগ ওড়ানো হয়৷ এই শোভাযাত্রা শেষে প্রত্যেক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করার কর্মসূচী নেওয়া হয়েছে৷ যুব বিশ্বকাপ সম্পর্কে মেয়র জানান, গোটা বাংলা ও ভারত এখন ফুটবল জ্বরে আক্রান্ত৷ আশা রাখা যায় এই বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলা আবার তার হৃত গৌরব উদ্ধার করবে।

Like Us On Facebook