পূর্ব বর্ধমান জেলাতেও সোমবার মহা সমারোহে পালিত হল রাখি বন্ধন উৎসব এবং সংস্কৃতি দিবস। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় জেলা যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে বিদ্যার্থী স্কুলে। হাজির ছিলেন জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখ। এদিন জেলার সমস্ত পুর এলাকা এবং ব্লক স্তরেও পালিত হয় রাখি বন্ধন ও সংস্কৃতি উৎসব।

এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমান টাউন হলে কন্যাশ্রীর ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস। হাজির ছিলেন জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। কার্জন গেটে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখিবন্ধন ও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়।

এছাড়াও এদিন বর্ধমান শহরের প্রায় সমস্ত ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রীতিমত মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত হয়। জেলা কংগ্রেস ভবনে কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেলের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয়। হাজির ছিলেন কৈলাশ পাশোয়ান, কাশীনাথ গাঙ্গুলী প্রমুখ। বর্ধমান স্টেশনে এদিন সকালে আইএনটিটিইউসি-র পক্ষে ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুর নেতৃত্বে পালিত হয় রাখিবন্ধন ও সংস্কৃতি দিবস।

এছাড়াও জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডুর নেতৃত্বে স্টেশনেই পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া এবং মিষ্টি বিতরণ করা হয়। কার্জন গেটের পাশে খ্রীষ্টান চার্চের সম্পাদক রাহুল মইলির নেতৃত্বে এদিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। বিসি রোডে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে রাখি বন্ধন পালন করা হয়। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের উদ্যোগে পালিত হয় রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস। কার্যত এদিন এই রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস পালিত হয় পাড়ায় পাড়ায়।