দুর্গাপুরের ভিড়িঙ্গী আমবাগানের রুপালি অ‍্যাপার্টমেন্টে মেজিয়ার এসবিআই ব‍্যাঙ্কের ব‍্যাঙ্ক মিত্র শিল্পা আগরওয়ালের রহস্য মৃত্যু কান্ডে ধৃত ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব কুমার ও তাঁর স্ত্রী মনীষা কুমারকে শুক্রবার সকালে দুর্গাপুর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। এদিন ধৃতদের দেখতে আদালতে প্রচুর উৎসাহিত মানুষ জড়ো হন। পুলিশ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আসামিদের মহকুমা আদালতে হাজির করে।

পুলিশি তদন্তে ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব কুমার ব‍্যাঙ্ক মিত্র শিল্পা আগরওয়ালকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারার কথা কবুল করেছে বলে জানান দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী। ঘটনার সময় ব‍্যাঙ্ক ম‍্যানেজারের স্ত্রী মনীষা কুমার না থাকলেও পরে শিল্পার দিহ ব‍্যাগবন্দি করতে সাহায্য করে বলে জানান ডিসিপি।

শনিবার রাতেই রাজীব কুমার শিল্পাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে মারে রুপালি অ‍্যাপার্টমেন্টের ৪বি ফ্লাটে। সেই সময় স্ত্রী মনীষা বাড়িতে ছিলেন না। পরে তিনি ফিরলে তাঁকে সব জানান রাজীব। এরপর দুজনে শিল্পার দেহ ব্যাগবন্দি করেন। ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, শিল্পা খুনে তাই স্বামী-স্ত্রী উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে হাজির করে ধৃতদের। ডিসিপি বলেন, ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব কুমার ও তাঁর স্ত্রী মনীষাকে আরও জেরা করার প্রয়োজন আছে। এবং তাঁদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ফের রুপালি অ‍্যাপার্টমেন্টে যাবে।

অভিষেক মোদী বলেন, পুলিশের জেরায় ধৃত রাজীব কুমার স্বীকার করেছে ব‍্যাঙ্ক মিত্র শিল্পা আগরওয়ালের সঙ্গে রাজীব কুমারের বিবাহ বর্হিভূত সম্পর্ক তৈরি হয়। সেই সূত্রে রাজীব কুমারের ভিড়িঙ্গী আমবাগানের রুপালি অ‍্যাপার্টমেন্টে যাতায়াত ছিল শিল্পার। ইদানিং শিল্পা রাজীব কুমারকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করত। বিষয়টি রাজীব কুমারের স্ত্রী মনীষাও জানত। রাজীব কুমার শিল্পার চাপে মানসিক ভাবে বিব্রত ছিল। জানা গেছে রাজীব পরিকল্পনা করেই ফ্লাটে ডেকে এনে শনিবার রাতে শিল্পাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তারপর তাঁকে ব‍্যাগবন্দি করতে স্বামী-স্ত্রী উভয়েই হাত লাগায়। এদিন দুর্গাপুরের ডিসিপি আরও জানান রানীগঞ্জে রাজীব কুমারের আরও একটি ফ্লাট আছে। সেখানে শিল্পার পোষাকগুলি রেখে আসে রাজীব। শিল্পাকে খুন করে বেনাচিতি বাজার থেকে ট্রলি ব‍্যাগ কিনে নিয়ে এসে মৃতদেহ ব‍্যাগবন্দি করা – সব কাজই ঠান্ডা মাথায় পাক্কা পেশাদার খুনির মত করা হয়। এরপরে গল্প ফেঁদে পুলিশকে ফ্ল্যাটের পাশের কেবল রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে জানায় তাঁরা।

যদিও শিল্পার পরিবার পুলিশের তত্ত্ব মানতে নারাজ। শিল্পার পরিবারের অভিযোগ, ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব শিল্পার কাছে এক লক্ষ টাকা শেয়ার মার্কেটে খাটানোর জন্য নিয়ে আত্মসাৎ করেছে। টাকা চাইতেই শিল্পাকে ফুঁসলিয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করেছে রাজীব কুমার। শিল্পার ভাই সন্দীপ আগরওয়াল বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল দিদি। আমি প্রতিবন্ধী। বাবা নেই। মা ও আমি দিদির উপর নির্ভরশীল। দিদি কখনও ভুল কাজ করতে পারে না। দিদিকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে দাবি শিল্পার ভাইয়ের। সন্দীপ দিদির খুনিদের ফাঁসির দাবি জানান। শিল্পার পড়শীরাও ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব ও তাঁর স্ত্রীর ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী আমবাগানের রুপালি অ‍্যাপার্টমেন্টে মেজিয়ার এসবিআই ব‍্যাঙ্কের ম‍্যানেজার রাজীব কুমারের ফ্ল্যাট থেকে ব‍্যাঙ্ক মিত্র নিখোঁজ শিল্পা আগরওয়ালের পচাগলা ব‍্যাগবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ব‍্যাঙ্ক ম‍্যানেজার রাজীব কুমার ও তাঁর স্ত্রী দুর্গাপুরের ফুলঝোড় এসবিআই শাখার কর্মী মনীষা কুমারকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার।

ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী

রাজীব ও মনীষা কুমার

Like Us On Facebook