মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে দুর্গাপুর পৌর নির্বাচনে বৃহস্পতিবার প্রচারে এসে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভারত ছাড়ার ডাক দিলেন। দলীয় প্রার্থীদের প্রচারে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভায় এদিন রাজীব বাবু বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। দুর্গাপুরের ৪২ ও ৪৩ নং ওয়ার্ড বাঁকুড়া শ্যামপুর এলাকায় তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কী পাঁজা ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী জনসভা করেন রাজীব বাবু। তাছাড়া ১৯ নং ওয়ার্ড ভিড়িঙ্গী আমবাগানেও বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী সভায় সেচমন্ত্রী এদিন ৯ আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বিজেপিকে যে ভারত ছাড়ার ডাক দিয়েছেন সেই ডাক সমর্থন করে দলীয় কর্মীদের ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি পালনের আহ্বান জানান সেচ মন্ত্রী। সেচমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরাচারী বলে কটাক্ষ করেন। নোট বদল থেকে শুরু তারপর জিএসটি, রান্নার গ্যাসের ভর্তুকি উঠিয়ে দেওয়ার প্রস্তাব পাশ, ব্যাঙ্কের সুদ কমিয়ে দেওয়া সহ বিভিন্ন কেন্দ্রীয় খামখেয়ালিপনায় পড়ে আজ মানুষের প্রাণ ওষ্ঠাগত বলে অভিযোগ করেন সেচমন্ত্রী। সেচের বিভিন্ন প্রকল্পের বহু কোটি টাকা না দেওয়ার অভিযোগ করে রাজীব বাবু বলেন, মানুষের সঙ্গে যে দলের সংযোগ নেই, মানুষকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে যে দেশের স্বৈরতান্ত্রিক শাসক তাঁর দল বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আহ্বান জানান সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

Like Us On Facebook