বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে দাবিদাওয়া জানাতে গিয়ে গত মঙ্গলবার ঘেরাওয়ের নামে ছাত্র-ছাত্রীরা অভব্য আচরণ ও নিগৃহীত করেছিল। ইতিমধ্যেই সেই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে রাজ্যের ঊচ্চ শিক্ষা সংগঠনগুলি। আজ, বৃহস্পতিবার সেদিনের ঘটনায় যুক্ত কলেজের জিএস সুরাজ ঘোষ সহ ১৪ জনের নামে বর্ধমান থানায় এফআইআর দায়ের করলেন খোদ কলেজের প্রিন্সিপ্যাল নিরঞ্জন মন্ডল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে রাজ্য জুড়ে।

এদিন নিরঞ্জন মন্ডল জানিয়েছেন, গত মঙ্গলবার কোন আগাম লিখিত অনুমতি ছাড়াই একদল বহিরাগতদের নিয়ে কলেজের ছাত্র সংসদের জিএস সুরাজ ঘোষ সহ ৩০ – ৪০ জন ছাত্র-ছাত্রী হঠাৎ তাঁর চেম্বারে ঢুকে পড়ে। নির্দিষ্ট লিখিত কোন দাবি পত্র ছাড়াই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে উচ্চস্বরে কথাবার্তা বলতে শুরু করে। এমনকি আঙ্গুল তুলে তাঁকে হুমকিও দেওয়া হয়। তিনি নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের এই ধরণের আচরণে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। পুরো ঘটনার বিষয় তিনি কলেজ পরিচালন কমিটির প্রেসিডেন্ট তথা পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে বিষয়টি জানিয়েছেন। নিরঞ্জনবাবু জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার গোটা ঘটনার লিখিত বিবরণ ও এফআইআর-এর কপি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠাচ্ছেন।

নিরঞ্জন বাবুর অভিযোগ এই ঘটনার পিছনে ছাত্রদের মদত দিচ্ছেন কলেজের প্রাক্তন এক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি তাঁর নামও অভিযোগ পত্রে উল্ল্যেখ করেছেন।নিরঞ্জন বাবু জানিয়েছেন, কলেজের পঠন-পাঠনের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলাশাসক।

Like Us On Facebook