পানাগড়ে রেলের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হল শুক্রবার। পানাগড়ের অনুরাগপুরে শুক্রবার সকাল থেকেই রেল উচ্ছেদ অভিযানে নামে। শুক্রবার উচ্ছেদ অভিযান শুরু হলে জবর দখলকারীরা ক্ষতিপূরণ চেয়ে বি়ক্ষোভ দেখায়। কিন্তু পরে বিনা বাধায় রেল কর্তৃপক্ষ রেলের জমি দখল করে থাকা ৩২টি বেআইনি নির্মাণ ভেঙে দেয়। শনিবারও চলে এই উচ্ছেদ অভিযান।

জানা গেছে, পানাগড় স্টেশন থেকে রনডিহা যাওয়ার রাস্তায় রেলের জমি দখল করে বেশ কয়েকটি পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করছিল। বার বার রেল কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ দিলেও জবরদখলকারীরা রেলের জমি ছেড়ে যায়নি। শুক্রবার রেলের আসানসোল ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রেল পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায়। শুক্রবার সকাল ১০ টা থেকে তিন ঘন্টা অভিযান চালিয়ে রেলের জমিতে থাকা ৩২টি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। শনিবারও সকাল থেকে শুরু হয় এই অভিযান।



Like Us On Facebook