দীর্ঘদিন ধরে দেরিতে ট্রেন চলার অভিযোগে গুসকরা স্টেশনে বুধবার নিত্যযাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে প্রায় দু’ঘন্টা রেল পরিষেবা বন্ধ থাকে।

এদিন সকাল ৮ টা নাগাদ ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার গুসকরা স্টেশনে পৌঁছলে নিত্যযাত্রীরা লেভেল ক্রসিং-এর কাছে অবরোধ শুরু করেন। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে অনেক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। লেভেল ক্রসিং-এর কাছে অবরোধ করায় এবং রেল গেট বন্ধ থাকায় গুসকরা-মানকর এবং গুসকরা-আউশগ্রাম রোডও অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সড়ক পথেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিত্যযাত্রীদের অভিযোগ, বিশ্বভারতী সহ বিভিন্ন ট্রেন নিত্যদিন দেরিতে চলছে। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন ফল মেলেনি। এর আগেও দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে গুসকরা, ভেদিয়া সহ লুপ লাইনের বিভিন্ন স্টেশনে অবরোধ করে প্রতিবাদ জানানো সত্বেও কোন ফল মেলেনি। তাই বাধ্য হয়েই এদিন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে রেলের আধিকারিকরা এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। বেলা সাড়ে দশটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Like Us On Facebook