পান্ডবেশ্বরে ছাত্র-ছাত্রী ভর্তি একই স্কুলের একটি পুলকার ও বাস রাস্তায় ওভারটেক করা নিয়ে রেষারেষিতে বেলডঙ্গার কাছে পুলকারটি ক্ষেতের মধ্যে পড়ে যাওয়ায় প্রায় ১০ জন ছাত্র-ছাত্রী আহত হয়, এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দুর্গাপুরে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার পান্ডবেশ্বের ডিএভি মডেল স্কুলে ছুটির পর ছাত্র-ছাত্রী ভর্তি একটি পুলকার ও বাস রাস্তায় রেষারেষিতে বেলডাঙ্গার কাছে পুলকারটি বাসটিকে সাইড দিতে গিয়ে বর্ষার নরম মাটিতে চাকা বসে ক্ষেতের মধ্যে উল্টে যায়। এর ফলে পুলকারের মধ্যে অবরুদ্ধ হয়ে ছাত্রছাত্রীরা সকলেই কমবেশি আহত হয়। স্থানীয় মানুষ ও পিছনের বাসের কর্মীরা পুলকার থেকে ছাত্রছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দিলেও এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা স্কুলে বাস থাকা সত্বেও পুলকারে ছাত্রছাত্রীদের বেনিয়মে গাদাগাদি করে নিয়ে অহেতুক বাস ও পুলকারের রেষারেষি করে যাওয়াকেই দায়ী করলেও পুলকারের চালক সমস্ত অভিযোগ অস্বীকার করে নরম মাটিতে চাকা বসে যাওয়াকে এই দুর্ঘটনার জন্য দায়ী করলেন।

Like Us On Facebook