বড়শুলের অন্নদাপল্লী সর্বজনীন দুর্গা পুজা কমিটি তাদের ২৪ তম বর্ষে এক চমকপ্রদ মণ্ডপ বানিয়েছে। গাছের ডাল, বাবুই দড়ি কাঠের গুঁড়ি দিয়ে বানানো এই মণ্ডপে কোন মাটির ছোঁয়া থাকছে না। কমিটির সদস্য এবং আর্ট কলেজের ছাত্র অতনু চট্টোপাধ্যায়ের ভাবনা থেকেই কমিটির প্রায় ৫০ জন সদস্য প্রায় চার মাস ধরে নিজেরাই তৈরি করছেন মণ্ডপ। অন্নদাপল্লীর এবছরের থিম ‘ফিরে চল মাটির টানে’। সারা পৃথিবীর আদিম অধিবাসী যারা আজও মাটিকে আঁকড়ে ধরে তাদের জীবন অতিবাহিত করে, লাঙ্গল দিয়ে চাষ করে, বনভূমি কে রক্ষা করে। বিশ্বায়নের যুগে তাদের জীবন যাত্রা কেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। শুকনো গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য তোরণ। গাছের ডালকে খোদাই করে তৈরি হচ্ছে বিভিন্ন মডেল। একটি গাছের গুঁড়িতে খোদাই করে তৈরি হচ্ছে দেবী দু্র্গার মূর্তি।

Like Us On Facebook