শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ বায়ু সেনার বিশেষ বিমানে পানাগড় বায়ু সেনা ছাউনিতে ক্ষণিকের জন্য নামেন। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। রাজ্য সরকারের প্রতিনিধি মন্ত্রী মলয় ঘটক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ অনুমতিতে বাবুল সুপ্রিয় সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বাবুলের মেয়েকে গোলাপ ফুল উপহার দেন। তারপর দশটা দশ নাগাদ ফের সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে শান্তিনিকেতনের উদ্দেশ্যে উড়ে যান। পানাগড় সেনা ছাউনি থেকে বের হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বাবুল সুপ্রিয় বলেন, আমি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি গাই। আমি শান্তিনিকেতন বা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত নই। কিন্তু আমার কোন দুঃখ নেই, কারণ প্রধানমন্ত্রী শান্তিনিকেতন যাওয়ার পথে আমার মেয়েকে গোলাপ ফুল উপহার দিলেন এবং আশীর্বাদ করলেন এটাও আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে।

Like Us On Facebook