বর্ধমান টাউন হল ময়দানে শুরু হল নবম বর্ষ প্রাক্ পূজা তাঁত বস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিধায়ক নিশীথ মালিক, অলোক মাঝি, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং পুরসভার কাউন্সিলররা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বাম আমলে যেখানে সারা বছরে ৫০ কোটি টাকারও বিক্রি হত না, তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা সেই তন্তুজ চলতি আর্থিক বছরে কেবলমাত্র লাভ করেছে ৬ কোটি ১৯ লক্ষ টাকা। তিনি বলেন,২০১২ সালে তন্তুজকে হাতে নেওয়ার পর সে বছর লাভ হয়েছিল মাত্র ৩ লক্ষ টাকা। কিন্তু গত চার বছরে আশাতীত উন্নতি হয়েছে এই শিল্পের। ইতিমধ্যেই রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁত শিল্পীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। দেওয়া হচ্ছে তাঁত। আলোচনার স্তরে রয়েছে তাঁতীদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টিও। পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যের কয়েক লক্ষ তাঁত শিল্পী এবং এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা তাই আজ খুশি। পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি দেবু টুডু সকলকে আহ্বান জানান, মেলা ঘুরতে এসে প্রত্যেকে অন্তত যেন একটি করে শাড়ি পূজার আগে কিনে নিয়ে যান।

Like Us On Facebook