তীব্র গরমের পর অবশেষে শুক্রবার সকাল থেকেই প্রাক বর্ষার দেখা মিলল বর্ধমানে। সকালের ঘন কালো মেঘের সঙ্গে এক পশলা বৃষ্টির পর যখন দৃশ্যতই সাধারণ মানুষ আশাহত হলেন, ঠিক তার কিছুক্ষণ পর থেকেই একটানা বৃষ্টিতে স্বস্তি ফিরল। পাশাপাশি একটানা ঘণ্টাখানেকের বৃষ্টিতে রীতিমত জলমগ্ন হয়ে পড়ল বর্ধমানের বেশকিছু এলাকার পাশাপাশি পুর এলাকাও। আর ঘণ্টাখানেকের এই বৃষ্টির জেরে জায়গায় জায়গায় জল জমে যাওয়ায় চুড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়লেন সাধারণ মানুষ।

বর্ধমান শহরের মানুষজনের অভিযোগ, যেভাবে ঘণ্টাখানেকের বৃষ্টির জেরেই এদিন বর্ধমান শহরের জায়গায় জায়গায় জল জমেছে, তাতে পুরোপুরি বর্ষা নামলে কি হবে ভেবেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন ড্রেন ঠিকমত সাফাই না হওয়ারও অভিযোগ তুললেন বাসিন্দারা। যদিও এব্যাপারে খোদ পুরপতি ডা. স্বরূপ দত্ত জানিয়েছেন, ইতিমধ্যেই বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডেই সমস্ত ড্রেন পরিষ্কার করার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন।বিশেষত ডেঙ্গুর জন্য সমস্ত ড্রেনকেই সাফসুতরোর কাজ করা হয়েছে। তবে কিছু জায়গায় পলিথিন প্যাকেটের জন্য ড্রেনের জল যেতে বাধা সৃষ্টি হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। দ্রুত সেগুলি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বৃষ্টিতে জল জমবেই, কিন্তু দ্রুতই তা নেমেও যাবে। দীর্ঘক্ষণ জলবন্দি হয়ে থাকতে হবে না কাউকেই।

জল থইথই মার্কেট

Like Us On Facebook