সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছানোর আগে দ্রুত বিনা ওষুধে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি নিয়ে আসানসোলের পুলিশ লাইনের সরৎ মঞ্চে শনিবার একটি প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয় ‘সেভ লাইফ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে ‘হাইওয়ে রেসকিউ প্রজেক্ট’-এর অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন আসানসোল পুলিশ কমিশনারেটের প্রায় ১০০ জন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। দুর্ঘটনার পর পুলিশ কর্মীরাই প্রথম পৌঁছান দুর্ঘটনাস্থলে। সেই জন্য সেভ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশ কর্মীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ফাউন্ডেশন সূত্রে জানা যায় দুর্ঘটনার পরের এক ঘন্টা সময়কে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। ওই সময়কে কাজে লাগানোর জন্য প্রয়োজন সচেতনতা এবং প্রশিক্ষণ। দুর্ঘটনাজনিত মৃত্যুর হার কমাতে পুলিশ কর্মীদের এই প্রশিক্ষণ সহায়ক হবে।

সেভ লাইফ ফাউন্ডেশন একটি টোল ফ্রি নম্বর দিয়ে রেখেছে জাতীয় সড়কের পাশে ধাবা, পেট্রোল পাম্প, গ্রামবাসীদের কাছে। ব্যানার লাগিয়ে, লিফলেট বিলি করে নম্বর জানানো হয়। ওই এলাকা-সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে ফোন আসে ওই নম্বরে। ফোন পেলেই জিওগ্র্যাফিক্যাল ইনফরমেশন সিস্টেম-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলটি শনাক্ত করে সংস্থা থেকে খবর দেওয়া হয় নিকটতম অ্যাম্বুল্যান্স, হাসপাতাল এবং থানাকেও। কতক্ষণে জখম ব্যক্তি দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল পৌঁছল, তার উপরেও নজর রাখে সংস্থা।