.

শনিবার শুরু হয়েছে চতুর্থ মাঘ উৎসব। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। রবিবার বর্ধমানে এসে লোকগানে উৎসবের মঞ্চ মাতালেন সারেগামাপা খ্যাত শিল্পী পৌষালী ব্যানার্জী। এই উৎসবে প্রতিদিন বিকেল ৪টে থেকে থাকছে নানাবিধ অনুষ্ঠান। মূলত এবারের উৎসবকে সাজানো হয়েছে হারিয়ে যাওয়া লোকগানকে খুঁজে পেতে। মাঘ উৎসবের যে শ্লোগান ‘শিকড়ের টানে-মাটির গানে’ সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এবারের সমগ্র উৎসবের দিনগুলিকে সাজিয়ে তোলা হয়েছে।



Like Us On Facebook