পুর নির্বাচনে স্থানীয় মানুষকে পুকুর সংস্কারের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলার তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী। দুর্গাপুরের নামো সগড়ভাঙার ধাড়া পাড়ায় একটি প্রাচীন পুকুর রয়েছে। এই পুকুরের জলের উপর গোটা এলাকার মানুষ নির্ভরশীল। প্রাচীন পুকুরটি সংস্কারের অভাবে নোংরা আবর্জনায় ভরে পুকুরের জল ব‍্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছিল।

দুর্গাপুর নগর নিগম নির্বাচনে স্থানীয় বাসিন্দা অরুণ ধাড়া, অঞ্জনা মাজি, রিঙ্কু মন্ডল সহ গোটা এলাকার মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থী অঙ্কিতা চৌধুরীকে পুকুর সংস্কারের দাবি জানান। স্থানীয় মানুষের দাবির মান‍্যতা দিয়ে পুকুর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অঙ্কিতা চৌধুরী। বর্তমানে ভোটে জিতে অঙ্কিতাদেবী একাধারে ২৮ ওয়ার্ডের কাউন্সিলর অপরদিকে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ। স্থানীয় মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর‌। ধাড়া পাড়ার প্রচীন পুকুরটির সংস্কারের জন্য নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন শনিবার। স্থানীয় কাউন্সিলর পুকুর সংস্কারে উদ‍্যোগী হওয়ায় এলাকায় খুশির হাওয়া।

অপরদিকে একই দিনে নামো সগড়ভাঙা কুষ্ঠ কলোনি বর্তমানে নবদিগন্তে স্থানীয় মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে অঙ্কিতা চৌধুরী চারটি নলকূপ বসানোর সূচনা করেন।



Like Us On Facebook