দুর্গাপুরের ফরিদপুরে জাল ইঞ্জেকশন তৈরি চক্রে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে ধৃত জামশেদ খানকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত জামশেদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জামশেদকে জেরা করে জাল ওষুধ চক্রের মূল পান্ডাকে ধরতেই ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, এক বেসরকারি গোয়েন্দা সংস্থা দুর্গাপুরের ফরিদপুরে শান্তি ভবন নামে একটি বাড়িতে জাল ওষুধ কারখানার হদিশ পায়। বৃহস্পতিবার এক বেসরকারি গোয়েন্দা সংস্থার অভিযোগের ভিত্তিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জামসেদ নামে এক ব্যাক্তি সহ বিখ্যাত দুই ওষুধ প্রস্তুতকারী কোম্পানীর নামাঙ্কিত প্রায় পনের লাখ টাকার জাল ইনঞ্জেকশন ও সরঞ্জাম আটক করে। জাল ওষুধ চক্রের মূল পান্ডাকে ধরতে ধৃত ব্যাক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ।

Like Us On Facebook