পূর্ব বর্ধমানের রায়নায় জাল সিমেন্ট তৈরির অভিযোগে ধৃত কারখানার মালিক ও ম্যানেজারকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হল। বুধবার রাত থেকে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাজ্যজুড়ে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে বলে জানতে পেরেছে। ধৃতদের মোবাইলের কল লিস্ট দেখে চক্রের বাকিদের হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গোপনসূত্রে খবর পেয়ে রায়নার বাঁকুড়া মোড়ের একটি হিমঘরের গোডাউনে বুধবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট দফতর। হিমঘরের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি সিমেন্টের কারবার। বিভিন্ন কোম্পানীর রিজেক্ট সিমেন্ট কিনে গোডাউনের ভিতরে নিয়ে এসে গঙ্গামাটি মিশিয়ে বিভিন্ন নামী কোম্পানির লেবেল যুক্ত প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছিল। অভিযান চালিয়ে ১৫৫৪ প্যাকেট নকল সিমেন্ট উদ্ধার হয়। পাশাপাশি গঙ্গামাটি সহ বেশ কিছু উপকরণও পুলিশ বাজেয়াপ্ত করে। রবীন্দ্রনাথ বৈরাগ্য ও তারাপদ বৈরাগ্য নামে দুজনকে পুলিশ গ্রেফতার করে।

Like Us On Facebook