পালসিট টোলপ্লাজার ম্যানেজার

২নং জাতীয় সড়কের পালসিট টোলপ্লাজার ম্যানেজারকে মারধর, প্রাণনাশের হুমকি এবং তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল টোলপ্লাজার দুই কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, পালসিট টোলপ্লাজার ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে টোলপ্লাজার দুই কর্মী অশোক হাটি এবং মহম্মদ আব্দুল আজিমকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে বিচারক দুজনকেই ২ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যদিও এদিন ধৃতরা জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ নির্দোষ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হয়েছে। টোলপ্লাজার একজন কর্মী মারা যাওয়ায় তাঁর পরিবারের একজনের চাকরির দাবিতে তাঁরা ১২ এপ্রিল ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কখনই তাকে মারধর করা হয়নি।

উল্লেখ্য, পালসিট টোলপ্লাজার ম্যানেজার প্রীতম চ্যাটার্জ্জী মেমারি থানায় লিখিত অভিযোগ করে জানান, গত ১২ এপ্রিল বর্ধমানের বেড়মোড়ের বাসিন্দা অশোক হাটি এবং জামালপুরের ট্যারাপুরের বাসিন্দা মহম্মদ আব্দুল আজিমের নেতৃত্বে তাঁর অফিসে চড়াও হন বেশ কিছু মানুষ। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে টোলপ্লাজার অন্য কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেমারী হাসপাতালে ভর্তি করেন। এই এঘটনায় পরের দিন তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর এফআইআরের ভিত্তিতে শুক্রবার রাত্রে ওই দুই কর্মীকে তাঁদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

Like Us On Facebook