আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ও গোয়েন্দা বিভাগ বড় সড় সাফল্য পেল। এটিএম প্রতারণা চক্রের মূল পান্ডাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে হাজির করল মঙ্গলবার। জানা গেছে, ধৃতদের নাম দীপক শর্মা ওরফে বলরাম মন্ডল ও হনুমান কাপরি। ২২ বছর বয়সি বলরাম মন্ডল এটিএম প্রতারণা চক্রের মূল চক্রী। হনুমান কাপরি তার সাকরেদ। দলের আরও তিনজন পলাতক। পুলিশ জোর তল্লাসি চালাচ্ছে পলাতকদের ধরতে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা সকলেই এক সময় মুম্বাই-এর বিভিন্ন ডান্স বারে কাজ করত। সেখান থেকেই অপরাধের হাতে খড়ি হয়। বলরাম চক্রের মূল পান্ডা দীপক শর্মা নামে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহককে ব্যাঙ্ক ম‍্যানেজার পরিচয়ে ফোন করে এটিএম কর্ডের পিন নম্বর জেনে নিয়ে অপরাধ চক্র চালাত। একই ভাবে আগস্ট মাসে দুর্গাপুরের বি-জোনের বিদ‍্যাসাগর অ‍্যাভিন‍্যুর বাসিন্দা অঞ্জন ভট্টাচার্য্যকে ফোনে এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিয়ে ব‍্যাঙ্ক থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেয় ঝাড়খণ্ডের এই দুষ্কৃতী দল। অঞ্জনবাবু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দারস্থ হলে গোয়েন্দা ও পুলিশ তদন্তে নামে। বিভিন্ন সুত্র ধরে ঝাড়খণ্ডের দেওঘরের কারো গ্রাম থেকে সোমবার রাতে মূল পান্ডা বললাম সহ তার এক সাকরেদকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করলে বিচারপতি ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Like Us On Facebook