জাতীয় সড়কে পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে। দুর্ঘটনায় মৃত্যু দুই মাঝ বয়সী মহিলা পুণ্যার্থীর। জখম ২৫ জন পুণ্যার্থী। তাঁদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের সুকান্তপল্লীর কাছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩ আগস্ট উত্তর প্রদেশের কুশীনগর থেকে পুণ্যার্থী বোঝাই বাসটি দেওঘরের বাবধামের উদ্দেশ্যে রওনা হয়। দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরে জল ঢেলে পুণ্যার্থী বোঝাই বাসটি কলকাতার কালীঘাট যাচ্ছিল। দ্রুত গতিতে কলকাতা যাওয়ার পথে বুধবার কাকভোরে বসটি ২ নং জাতীয় সড়কে বর্ধমানের সুকান্তপল্লীর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। বাসটির বাঁদিকের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভোরে বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে এসে পুণ্যার্থীদের উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসকরা দু’জন মহিলাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ১২ জন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা ঘটেছে।




Like Us On Facebook