চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ উঠল আসানসোলের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। সুনীতা শ্রীবাস্তব (৪৫) নামে এক মহিলার মৃত্যুর পর তাঁর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান নার্সংহোমে।

জানা গেছে, মাইথন প্রফেসর কলোনির বাসিন্দা সুনীতা শ্রীবাস্তব গত সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গলব্লাডারে স্টোন অস্ত্রপচারের জন্য আসানসোলের মাদার টেরিজা রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ দুপুরে ওই মহিলার সফল অস্ত্রপচার হয় বলে দাবি করেন চিকিৎসক৷ মৃতার পরিজনেরা জানান, সোমবার রাতে সুনীতাদেবীকে সুস্থ দেখে তাঁরা ফিরে যান। হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে ফোন করে তাঁদের ডেকে পাঠানো হয় এবং নার্সিংহোমে এসে তাঁরা জানতে পারেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীতাদেবী মারা গেছেন৷

এই খবর পেয়ে রোগীর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন৷ তাঁদের বক্তব্য দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবুকে বার বার ফোন করে ডাকা হলেও তিনি আসেননি৷ পরে ওই ডাক্তারবাবু হাসপাতালে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন মৃতার আত্মীয়রা৷ সুনীতাদেবীর দাদা জানান, তাঁরা চিকিৎসায় গাফিলতির বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেবেন৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ উপস্থিত হয়৷ ঘটনার তদন্তের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন মৃতার পরিজনেরা।

Like Us On Facebook