গত এক বছরে চার জন রেলযাত্রী বলি হয়েছেন। তবু টনক নড়েনি রেলের। খানাজংশন রামপুরহাট রেলপথের নোয়াদার ঢাল রেল স্টেশন। বছর চারেক আগে উচুঁ প্ল্যাটফর্ম হয়েছে। ওই রেল পথে বৈদ্যুতিকরণ করা হয়েছে দু বছর হল। কিন্তু নোয়াদার ঢাল স্টেশনে এখনও ফুটওভারব্রিজ তৈরি হয় নি। ১ নম্বর থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য স্টেশনের সামনে প্ল্যাটফর্মের কিছুটা জায়গা কাটা আছে। যার জন্য প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানিও।

বুধবার বিকেলে ডাউন রামপুরহাট লোকালের যাত্রী কেশব ভাস্কর মারা যান নোয়াদার ঢাল স্টেশনে। ট্রেন থামলে তিনি ট্রেন থেকে নেমে বোতলে জল ভরতে যান। জল ভরে ট্রেনে চাপতে গেলে প্ল্যাটফর্মের কাটিংয়ে পড়ে যান। বাঁ পা কাটা পড়ে। ডান পাও মারাত্মকভাবে জখম হয়। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান গত এক বছরে এই ভাবে প্ল্যাটফর্মের কাটিংয়ে পড়ে মারা যান চার জন যাত্রী। বারে বারে রেলের বিভিন্ন দপ্তরে সমস্যার কথা বা ফুটওভারব্রিজ তৈরির দাবি জানালেও কোন সুরাহা মেলে নি। ফুটওভারব্রিজ না হওয়ায় নিত্যদিনই দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের প্রাণহানিও হচ্ছে। তবু চরম উদাসীন রেল দপ্তর। মৃতের বাড়ি বর্ধমানের পানাগড়ে। বীরভূমের রাজগ্রামে মাকে দিতে গিয়েছিলেন কেশব ভাস্কর। তিনি পেশায় কাঠমিস্ত্রি। গতকাল রাজগ্রাম থেকেই তিনি ডাউন রামপুরহাট লোকালে ফিরছিলেন।

Like Us On Facebook