প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি সহ ৫ দফা দাবিতে সোমবার জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে।

ঐক্য মঞ্চের পক্ষে মৌমিতা সিংহ জানান, গত ২০১০ সালের পর থেকে ২০১৩ এবং ২০১৬ সালে মাত্র ৫ শতাংশ ইনক্রিমেণ্ট দেওয়া হয়েছিল। তারপর থেকে আর বেতন বৃদ্ধি করা হয়নি। বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ৫৯৫৪ টাকা এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ৮১৮৬ টাকা বেতন পান। তিনি দাবি করেছেন, অর্থাভাবে হতাশাগ্রস্ত হয়ে গত ৬ মাসে ২৩ জন পার্শ্ব শিক্ষক মারা গেছেন। অবিলম্বে বেতন বৃদ্ধি সহ মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারকে এককালীন অর্থ সাহায্য এবং পোষ্যকে চাকরি দেবার দাবি জানানো হয়েছে এদিন। এছাড়াও সমকাজে সমবেতন, চাইল্ড কেয়ার লিভ ও পিতৃত্বকালীন ছুটি প্রদান, ইএসআই প্রদান, ইপিএফ প্রদান, বিদ্যালয়ের সব ধরণের কমিটিতে পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান প্রভৃতি দাবি জানানো হয়েছে।

Like Us On Facebook