পূর্ব বর্ধমান জেলার ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। এদিন নিয়োগ প্রক্রিয়ার চুড়ান্ত তালিকায় থাকা প্রার্থীরা জানিয়েছেন, রাজ্যের অন্যান্য জেলায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও বর্ধমান জেলায় তা ঝুলে রয়েছে।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুসারে নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, সমিতি এডুকেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিষ্ট এবং পঞ্চায়েত কর্মী নিয়োগ করার কথা জানানো হয়। যথারীতি লিখিত ও মৌখিক পরীক্ষাও হয়। এরই মাঝে সফল প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু এখনও নিয়োগ করা হয়নি। এদিন চাকরিপ্রার্থীরা জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুর কাছে লিখিত স্মারকলিপিও দেন।

পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি জানিয়েছেন, এই পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা হওয়ায় প্রায় ৩ বছর নিয়োগ প্রক্রিয়ায় হাত দিতে পারেনি ডিস্ট্রিক্ট লেবেল সিলেকশন কমিটি। সম্প্রতি স্থগিতাদেশ উঠে যাওয়ার পরই তাঁরা তৎপর হয়েছেন। দ্রুত কাজ শেষ করার কাজও চলছে। কিন্তু তাঁরা আশঙ্কা করছেন চলতি মার্চ মাসের মধ্যেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তাই শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়ে গেলে এই নিয়োগ প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের পরই সম্পন্ন করা হবে।

Like Us On Facebook