চাষিদের ধান বিক্রির ক্ষেত্রে ফড়েদের দৌরাত্ম্য রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরেই অভিযানে নামে বর্ধমান জেলা প্রশাসন। প্রশাসনের কাছে খবর আসে কমদামে চাষীদের কাছ থেকে ধান কিনে বেশী দামে বিক্রি করার জন্য বাইরের জেলা থেকে ফড়েরা ঢুকছে, তার পরিপেক্ষিতেই এদিনের এই অভিযান। শনিবার অভিযানে নেমে ধানবোঝাই দুটি ট্রাক ও একটি ট্র্যাক্টর আটক করে প্রশাসন। চালকরা ধানের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্য জেলা থেকে কৃষকদের ভুল বুঝিয়ে কম দামে ধান কিনে জেলায় সরকারি মূল্যে বেশী দামে ধান বিক্রি করার অভিযোগ আসার পরই বর্ধমান-বীরভূম সীমান্তে অভিযানে নামে প্রশাসন। এসডিওর নেতৃত্বে আউশগ্রামে ২ বি জাতীয় সড়কের সুন্দলপুরের কাছে অভিযান হয়। ধান বোঝাই করে দুটি ট্রাক বীরভূম থেকে বর্ধমানের রাইসমিলে ধান বিক্রি করতে নিয়ে আসার সময় আটক করা হয়। আউসগ্রাম ২ এলাকা থেকে ধান বোঝাই করে আসা একটি ট্র্যাক্টরকেও আটক করা হয়। চালান ও উপযুক্ত কাগজপত্র না থাকার জন্য আটক করা হয় ট্র্যাক্টর ও ট্রাক দুটিকে।

Like Us On Facebook