দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, মিশন হাসপাতাল এবং অন্ত্যেষ্টি ফাউন্ডেশন নামে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মরণোত্তর অঙ্গদান নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হল। শনিবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সভাপতি রতন রায়চৌধুরী, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কলেজের ডিরেক্টর ডঃ পি পাল রায়, মিশন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. দীপক কুমার, অন্ত্যেষ্টি ফাউন্ডেশনের সিইও শ্রুতি রেড্ডি সহ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পড়ুয়ারা।

তরুণ প্রজন্মকে অঙ্গদানের মানবিক দিক এবং অঙ্গদানের বিষয়ে সচেতন করে তুলতেই এদিন আয়োজিত হল এই কর্মশালা। এদিন অনুষ্ঠানের শুরুতেই ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পড়ুয়াদের অঙ্গদানে উদ্বুদ্ধ ও সচেতন করতে একটি স্বল্প দৈর্ঘের ছবি দেখানো হয়। মিশন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. দীপক কুমার অঙ্গদানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অন্ত্যেষ্টি ফাউন্ডেশনের সিইও শ্রুতি রেড্ডি তাঁর বক্তব্যে অঙ্গদানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের অঙ্গদানে এগিয়ে আসার আহ্বান জানান।


Like Us On Facebook