নকল লোকশিল্পীর পরিচয়পত্র তৈরি করে অসাধু উপায়ে বিভিন্ন সুবিধা নেওয়া আটকাতে অনলাইন পদ্ধতিতে তৈরি নতুন পরিচয়পত্র দেওয়া শুরু করল তথ্য ও সংস্কৃতি দপ্তর। সোমবার পূর্ব বর্ধমান জেলার ১৩ জন শিল্পীর হাতে এই পরিচয়পত্র তুলে দেন জেলা সভাধিপতি দেবু টুডু এবং জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন জেলায় কিছু মানুষ লোকশিল্পীদের পরিচয়পত্র নকল করে অসাধু উপায়ে বিভিন্ন সুযোগসুবিধা নিচ্ছেন। এই জেলায় এই ধরনের কোনও অভিযোগ না পাওয়া গেলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্ষেত্রে এই অভিযোগ পাওয়া গেছে। লোকশিল্পীদের পরিচয়পত্র এতদিন স্থানীয়স্তরেই তৈরি হত। দেড় মাস আগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই পদ্ধতির পরিবর্তন করেছে। নির্দিষ্ট পদ্ধতি মেনে অনলাইনে তৈরি কার্ড প্রিন্ট করে সেই কার্ড শিল্পীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ধাপে ধাপে সবাইকে এই নতুন পদ্ধতিতে তৈরি পরিচয়পত্র দেওয়া হবে। আগামী তিনমাসের মধ্যেই নথিভুক্ত সকল লোকশিল্পীরা এই নতুন পরিচয়পত্র পেয়ে যাবেন। এদিন নতুন নথিভুক্ত শিল্পীদের মধ্যে থেকে ১০০০ জন লোকশিল্পীকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, শিল্পী ফকির সাধন দরবেশ, লেবু হেমব্রম, সুশান্ত ঘোষ এবং দীনবন্ধু সিং।

Like Us On Facebook