এ বার অনলাইনেই জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে বর্ধমান হাসপাতাল থেকে। ফেব্রুয়ারি মাস থেকে জন্মের শংসাপত্র দেওয়া চালু হয়েছে। কিছুদেনের মধ্যেই মৃত্যুর শংসাপত্রও মিলবে। তার প্রস্তুতি চলছে জোর কদমে। বুধবার সকালে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে দুই সদস্যের এক টিম এসে বর্ধমান হাসপাতালের আধিকারিক সহ কর্মচারিদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়। এর ফলে জন্ম শংসাপত্রের পাশাপাশি মৃত্যুর শংসাপত্রও অনলাইনে মিলবে। জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। তাতে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের যাবতীয় পরীক্ষার রিপোর্ট হাসপাতালের স্টাফ ও রোগীর আত্মীয়দের বয়ে নিয়ে যেতে হত ওয়ার্ডে। এবার সেটিও বন্ধ হতে চলেছে। রক্ত সহ অন্যান্য যাবতীয় পরীক্ষার রিপোর্ট চিকিৎসকরা ওয়ার্ডের মধ্যেই অনলাইনে পেয়ে যাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন আর দু’মাসের মধ্যেই অনলাইনে মৃত্যুর শংসাপত্র ছাড়াও যাবতীয় পরীক্ষার রিপোর্ট চিকিৎসকরা ওয়ার্ডের মধ্যেই পেয়ে যাবেন।