মাথার উপর ছাদ নেই পায়ের তলায় মাটি নেই শেষ আশ্রয়টুকু হারিয়ে দুর্গাপুরের কোর্ট চত্ত্বরে বুধবার থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর ঝুপড়িবাসি  বাসচালক লালন শর্মা সপরিবারে অবস্থান বিক্ষোভ করছেন। লালন শর্ম্মার অনুপস্থিতির সুযোগে তার  ঝুপড়ি ভেঙ্গে এক পুলিশ আধিকারিক গাড়ির গ্যারেজ তৈরি করে নেওয়ায় সব হারিয়ে লালন এখন সপরিবারে ওই পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে কোর্ট চত্ত্বরেই অবস্থান বিক্ষোভ করছেন।    কিছু মানবাধিকার সংগঠনও মানবিক কারণে লালনের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার লালনের মেয়ে মেঘা শর্মা অবস্থান বিক্ষোভ চলাকালিন অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। লালনের অভিযোগ, এক পুলিশ আধিকারিকের অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই বলেই পুলিশ প্রশাসন কেউ আমাকে সাহায্য করছে না। আমি দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচার চাইছি। যতক্ষণ না বিচার পাব আমার গোটা পরিবার এই কোর্ট চত্ত্বরেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে।

Like Us On Facebook