এক আসামিকে দুর্গাপুর আদালতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আসামি ম্যানহোলে পড়ে গেলে আসামির সঙ্গে থাকা কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দুর্গাপুর আদালত চত্বরে। জানা গেছে একটি বেসরকারি কারখানার লোহার রড ভর্তি একটি ট্রাক যার আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা হাইজ্যাক করে কাঁকসার তপোবন গ্রীন সিটি আবাসনে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ৩ আসামী মহাদেব পাল, সজল রায় ও রিঙ্কু শর্ম্মাকে বুধবার কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাদের দুর্গাপুর আদালতে তোলার জন্য আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যায় সজল রায় নামের এক অভিযুক্ত। ম্যানহোলটির গভীরতা কম থাকায় বরাত জোরে বেঁচে যায় অভিযুক্ত সজল রায়। যদিও আসামির আঘাত লেগেছে কিনা তা জানা যায় নি। কর্তব্যরত পুলিশ ফের তাকে ম্যানহোল থেকে তুলে নিয়ে আদালতে তুললেও পুলিশের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলল আদালতে আসা মানুষজন। এদিকে বিচারপতি অভিযুক্ত ৩ জনকেই ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Like Us On Facebook