বিশ্ব পরিবেশ দিবসে মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জন ও সবুজায়নের পক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগম ও বন দফতর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন করে বৃক্ষ রোপণে পরিবেশ বাঁচানোর আহ্বান জানান।

এদিন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচী নেয় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসনও এদিন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতেই বৃক্ষ রোপণ করে। জানা গেছে, প্রায় বারো হাজার নিম গাছ এদিন রোপণ করা হয়। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় বৃক্ষ রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করেন। মঙ্গলবার পরিবেশ রক্ষায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষও প্লাস্টিক বর্জন ও সবুজায়নের পক্ষে বৃক্ষ রোপণ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন।


Like Us On Facebook