বিশ্বের সমস্ত দেশের কাছে সন্ত্রাসবাদ মোকাবিলা করা এখন এক বড় চ্যালেঞ্জ। ভারতের এনএসজি প্রতি মূহুর্তে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সদা সতর্ক। শুক্রবার ন‍্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা এক র‍্যলি করে দুর্গাপুরে এসে সিটি সেন্টারের জাংশন মলে দুর্গাপুরের নাগরিক ও ছাত্র-ছাত্রীদের জন্য জঙ্গী হানার উপর এক সচেতনতা শিবিরের আয়োজন করে। এই সচেতনতা শিবিরে ভিডিওর মাধ্যমে দেখানো হয় জঙ্গী হানার সময় এনএসজি কমান্ডোদের কৃতিত্ব। একই ভাবে জঙ্গি হানার সময় প্রত‍্যক নাগরিকের কি করনীয় সেই বিষয়টিও এদিন এনএসজি কমান্ডোরা তুলে ধরেন। এদিন জাংশন মল চত্বরে এনএসজি কমান্ডোদের দেখতে মানুষের ঢল নামে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এদিন এনএসজি কমান্ডোদের সম্বর্ধনা দেওয়া হয়।

৩২ জন এনএসজি কমান্ডোর দল জয়পুর, উদয়পুর, আমেদাবাদ, মুম্বাই চেন্নাই কলকাতা হয়ে শুক্রবার রাতে দুর্গাপুরে পৌঁছায়। ১৩টি রাজ‍্যে প্রায় ৭ হাজার কিমি পথ অতিক্রম করবে এনএসজি কমান্ডোরা বলে জানা গেছে। উগ্রপন্থী নির্মূলে সকল নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান এনএসজি কমান্ডোরা।

Like Us On Facebook