এবার থেকে প্রত্যেকটি রেল স্টেশন এলাকাতেও ভবঘুরে শিশু ও মহিলাদের জন্য আইসিডিএস সেন্টার চালুর উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা সংক্রান্ত রিভিউ মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল। কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়ার আবেদন মঞ্জুর করে এদিন জেলার প্রত্যেকটি স্টেশন এলাকাতেই আইসিডিএস সেন্টার চালু করার নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)রত্নেশ্বর রায়, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর কুমার চট্টোপাধ্যায়, মহকুমা শাসকরা, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ড. দেবাশীষ নাগ, জেলা শিশু সুরক্ষা প্রকল্পের আধিকারিক সুদেষ্ণা মুখার্জ্জী, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অনুপম দত্ত সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিক, পুলিশ কর্তারাও। এদিনের বৈঠকে জেলাশাসক দ্রুততার সঙ্গে জেলার সমস্ত রেল স্টেশন এলাকায় আইসিডিএস সেন্টার চালু করার নির্দেশ দিয়েছেন। এব্যাপারে বিভাগীয় আধিকারিককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বর্ধমান স্টেশন থেকেই নয়া এই প্রকল্পের কাজ শুরু করতে চাইছে জেলা প্রশাসন।

Like Us On Facebook