স্কুল, কলেজের পর এবার বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্যও চালু হচ্ছে কন্যাশ্রী। বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক বৈঠকে এসে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলোচনার সময় তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবি মেনে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য এদিন বাস পরিষেবার অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও স্কুল ও কলেজ ছাত্রীদের জন্য কন্যাশ্রী ১ ও ২ প্রকল্পের মতই উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের জন্য কন্যাশ্রী ৩ চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বর্ধমান বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যের দাবি মেনে নিউট্রিশন সহ ৪টি নতুন কোর্স চালু করার জন্য প্রস্তাব চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী।

Like Us On Facebook