বিগ বাজারে উপলব্ধ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবার সুলভে পাওয়া যাবে পাড়ার রেশন দোকানে। শনিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্ধমানে জানিয়েছেন, ফিউচার গ্রুপের সঙ্গে রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। তাদের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন দোকানে ৪৫০ রকমের ব্র্যাণ্ডেড প্রোডাক্ট বিক্রি করা হবে ৫-৪০ শতাংশ ছাড়ে।

এছাড়াও প্রতিটি জেলার পুরসভার অধীনে রৌদ্রবৃষ্টি নামে একটি করে কাউন্টার করে সেখান থেকেও এই সমস্ত দ্রব্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তেল, মশলা, সাবান, বিস্কুট সহ বিগ বাজারে উপলব্ধ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে পাড়ার রেশন দোকান থেকেই। আগামী মার্চ মাস থেকেই সুলভ মূল্যে এইসব জিনিসপত্র রেশন দোকান থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

Like Us On Facebook