রাত পোহালেই শনিবার ফের ভারী যানবাহন চলাচল শুরু হবে কাঁকসার কুনুর নদীর ব্রিজ দিয়ে। ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় শনিবার থেকে ভারী যানবাহন চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে বলে কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস জানান। অজয় নদের বালি পাচার রুখতে গিয়ে প্রথমে দুর্গাপুরের মহকুমাশাসক ও স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের নজরে আসে ব্রিজের বেহাল দশা। এরপর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। এর মধ্যে জানুয়ারির মাঝামাঝি সময়ে কুনুর নদীর ব্রিজ ক্রমেই বসে যেতে থাকে।

সংবাদ মাধ্যমে খবরের জেরে ২৩ জানুয়ারি কাঁকসার এসিপি বিমল বৈরাগ‍্য ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবদাস বক্সি কুনুর নদীর ব্রিজের বেহাল দশার হালহকিকত পরিদর্শন করেন। এরপরেই কুনুর নদীর ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং শুরু হয় মেরামতির কাজ। উত্তরবঙ্গগামী সমস্ত ভারী যানবাহন চলাচল ঘুরপথে যাত্রা করতে থাকে। মাত্র কয়েক দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নদী ব্রিজের তলায় ১০টি লোহার পিলার স্থাপন করে ফের পোক্ত করা হয় কুনুর ব্রিজ। কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস বলেন, কোন অনুষ্ঠান করা হচ্ছে না শনিবার। কেবলমাত্র পুলিশের ব্যারিকেড সরিয়ে নিলেই ফের স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অন‍্যতম গুরুত্বপূর্ণ এই কুনুর ব্রিজ দিয়ে।

মেরামতির পূর্বে কুনুর ব্রিজ
Like Us On Facebook